নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ পোষাকশ্রমিকের

|

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় দুজন পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন।

মঙ্গলবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বিনাইরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির জানান, বালুবাহী একটি ট্রাক ব্রাহ্মন্দী থেকে আড়াইহাজারের দিকে যাওয়ার সময় আড়াইহাজার থেকে শ্রমিকবাহী একটি লেগুনা ভাই ভাই স্পিনিং মিলে আসছিল। ওই শ্রমিকেরা ব্রাহ্মন্দী ইউপি চেয়ারম্যান মো. লাক মিয়ার মালিকানাধীন ভাই ভাই স্পিনিং মিলের শ্রমিক। আড়াইহাজার থেকে তারা তাদের কারখানায় যাচ্ছিলেন। বিনাইরচর এলাকায় আসলে ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিহত হন উপজেলার শ্রীনিবাসদী গ্রামের হাজেরা বেগম (৩০) এবং খাসেরকান্দি গ্রামের নাসিমা আক্তার (২০)। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) নাহিদ মাসুম জানান, দুর্ঘটনায় আহত ৯ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছিল, তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। আহত সাতজন গুরুতর আহত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply