আইএস-কে এর হামলায় আফগান গোয়েন্দা কর্মকর্তা নিহত

|

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের সিনিয়ির গোয়েন্দা কর্মকর্তা আবিদ বশিরকে হত্যা করেছে আন্তর্জাতিক সন্ত্রাসীগোষ্ঠী আইএসের খোরাসান শাখা সংগঠন আইএস-কে। আবিদ বশির ক্ষমতাসীন তালেবান সরকারের অধীনে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহারের বাটিকোট জেলার গোয়েন্দা বিভাগের প্রধান কর্মকর্তা ছিলেন। খবর হিন্দুস্তান টাইমসের।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সড়কে টহলরত অবস্থায় অতর্কিত বন্দুক হামলার শিকার হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি।

এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এ হত্যার দায় স্বীকার না করলেও, আফগানিস্তানের গোয়েন্দা বিভাগ একরকম নিশ্চিত যে, এ হত্যাকাণ্ডের জন্য আইএস-কে দায়ী। জানা গেছে, বাটিকোট জেলায় আইএসবিরোধী অভিযান চালানোয় আইএস-কে এর ব্ল্যাকলিস্টে ছিলেন আবিদ বশির।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আবিদ বশির ছিলেন তালেবানের নানগারহার শাখার প্রধান কমান্ডার। বেশ অনেকদিন ধরেই বিভিন্ন মাধ্যমে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছিলো তাকে। ইতোমধ্যে, তার ওপর অ্যামবুশ করেছিল অজ্ঞাত দুর্বৃত্তরা। সেবার ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলেন তিনি।

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে আফগানিস্তানে আইএসের কার্যক্রম ও বিস্তার শুরু হয়। মূলত বিভিন্ন কারণে তালেবান ছেড়ে আসা যোদ্ধারাই ছিলেন আইএস-কে এর প্রথমদিকের সদস্য।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply