ঠান্ডা ভেবে ওমিক্রনকে পাত্তা দিচ্ছেন না, জানুন তিনটি লক্ষণ

|

শীতের মৌসুম; অনেকেই ঠান্ডা-কাশির সমস্যায় ভোগেন। এ সময় আবার করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টও ছড়াচ্ছে দ্রুতগতিতে। তা নিশ্চয় পাঠকের মাথায় রয়েছে। কিন্তু কেউ যদি আবার সাধারণ সর্দি-কাশি ভেবে ওমিক্রনে আক্রান্ত হয়ে অবহেলা করে বসে, তা হলে তো বিপদ সন্নিকটে! জেনে নেয়া যাক ওমিক্রনের সাধারণ লক্ষণগুলো—

আমেরিকার ‘সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অ্যানালাইসিস’ জানাচ্ছে কাশি, অত্যধিক ক্লান্তি, নাক বন্ধ এবং নাক দিয়ে জল পড়া ওমিক্রনের সাধারণ উপসর্গ। এছাড়া হালকা জ্বর, ঘামাচি, শরীরে ব্যথা,অতিরিক্ত ঘামও ওমিক্রনের উপসর্গ।

লন্ডনের কিংস কলেজের জেনেটিক এপিডেমিওলজির অধ্যাপক টিম স্পেক্টর একটি সমীক্ষার মাধ্যমে জানিয়েছেন, ওমিক্রন আক্রান্ত রোগীদের বমি বমি ভাব, বমি হওয়া এবং ক্ষুধা হ্রাস পাওয়ার মতো উপসর্গও দেখা দিচ্ছে।

এছাড়াও ওমিক্রনের আরও কয়েকটি নতুন উপসর্গ সামনে এসেছে, যেগুলো সাধারণত মনে হতে পারে শীতকালীন ঠান্ডা লাগার কারণে হচ্ছে। এসব লক্ষণ হচ্ছে, গলা চুলকানো বা গলা জ্বালা ভাব, মাথা ব্যথা এবং ঘন ঘন নাক বন্ধ হয়ে যাওয়া।

এমএন/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply