লক্ষ্মীপুরে বিয়ের প্রলোভনে কলেজছাত্রী ধর্ষণ, কারাগারে প্রধান আসামি

|

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে প্রেমের সর্ম্পক গড়ে তুলে বিয়ের প্রলোভন দেখিয়ে এক বছর যাবত কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত মো. তারেক হোসেন (২৬)-কে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন লক্ষ্মীপুর মডেল থানার ওসি জসিম উদ্দীন। গ্রেফতারকৃত তারেক সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের নুরুল আমিনের ছেলে। অপর অভিযুক্ত রাসেল মাহমুদ শেরপুর জেলার বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, প্রধান অভিযুক্ত তারেক লক্ষ্মীপুর সরকারি কলেজ পড়ুয়া এক ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে গত শুক্রবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় দ্বিতীয় অভিযুক্ত রাসেল মাহমুদের বাসায় নিয়ে যায়। সেখানে তাকে বিয়ের প্রলোভনে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করা হয়। এ সময় ভুক্তভোগী কলেজছাত্রী তারেককে বিয়ের জন্য চাপ দিলে সে বিয়ে করবে না বলে টালবাহানা করতে থাকে।

বিষয়টি ভুক্তভোগী ওই কলেজছাত্রী পরিবারকে জানায়। পরে গত রবিবার (৯ জানুয়ারি) মোবাইল ফোনে ভিকটিমকে একই স্থানে নিয়ে গেলে পুলিশ অভিযুক্ত তারেক হোসেনকে হাতেনাতে আটক করে। পরে সোমবার (১০ জানুয়ারি) ওই ছাত্রীর মায়ের করা ধর্ষণচেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ। ধর্ষণে সহযোগিতা করায় রাসেল মাহমুদ নামে তার এক বন্ধুকেও আসামি করা হয়। এর আগে, গত ১ বছর যাবত ওই কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ আনা হয় এই মামলায়।

লক্ষ্মীপুর মডেল থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দিন বলেন, ভুক্তভোগী কলেজ ছাত্রীর মা বাদী হয়ে সোমবার ২ জনের নামে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। অভিযুক্ত প্রধান আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply