শাহজালাল বিমানবন্দরে বেড়েছে ফ্লাইটের সংখ্যা

|

বাড়েনি বিমানবন্দরের পরিসর, বাড়েনি লোকবল। তারপরও গেল একবছরে প্রায় সাড়ে ২১ হাজার ফ্লাইট ওঠা-নামা করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ৩৬ লাখের বেশি মানুষ ভ্রমণ করেছে দেশের প্রধান এ বিমানবন্দরে। দেশে বিদেশি এয়ারলাইন্সগুলো বাড়িয়েছে তাদের ফ্লাইটের সংখ্যা।

ওমিক্রনের সংক্রমণের ঊর্ধ্বগতিতেও থেমে নেই জীবন। জীবিকার তাগিদে মানুষ ছুটছে একদেশ থেকে অন্যদেশে। গত একবছরের ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেড়েছে বিমানের
ওঠানামা। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, ২০২১ সালের জানুয়ারিতে দেশে আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা করেছে ১৫৮৮টি। বছর শেষে সে সংখ্যা দাঁড়ায় ২ হাজার ৮৯৮টি। আর যাত্রীর সংখ্যা দাঁড়ায় প্রায় সাড়ে ৫ লাখে। এই সংখ্যা এখন আরও বেড়েছে।

শুধু আন্তজার্তিক নয়, অভ্যন্তরীণ রুটেও বেড়েছে সরকারি ও বেসরকারি এয়ারলাইন্সগুলোর ফ্লাইট। গেল ৭ দিনে ১৪৫টি ফ্লাইটে ৫৮ হাজার যাত্রী চলাচল করেছে দেশের ভেতরে।

এদিকে বিমান বন্দরের সক্ষমতার পুরোপুরি ব্যবহার করা হচ্ছে বলে দাবি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এএইচএম তৌহিদ উল আহসানের।

বর্তমানে বিমান বন্দরে রানওয়েসহ সংস্কারকাজ চলায় রাতে বন্ধ থাকছে বিমান চলাচল। ২০২৩ সালের মধ্যেই নির্মাণাধীন নতুন বিমান বন্দর চালু হবে বলেও জানায় বিমান বন্দর কর্তৃপক্ষ।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply