চিলির উত্তরাঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ড

|

ছবি: সংগৃহীত

চিলির উত্তরাঞ্চলে একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে শতাধিক ঘর। গৃহহীন হয়ে পড়েছেন চার শতাধিক মানুষ। সোমবার উত্তরাঞ্চলীয় ইকুইকি শহরে হয় এ দুর্ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানায়, বিকেলের দিকে বস্তির একটি ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আশপাশের ঘরগুলোয়। ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে যায় বিশাল এলাকা। প্রাণহানি না হলেও পুড়ে ছাই হয়ে গেছে ঘরগুলোর ভিতরের সব জিনিসপত্র।

কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা। বস্তি এলাকার সরু রাস্তায় গাড়ি না ঢোকায় পায়ে হেঁটেই অভিযানে নামে দমকল বাহিনী। এখনও অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানা যায়নি। ক্ষতিগ্রস্তদের জন্য খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। বস্তির ঘরগুলো নির্দেশনা উপেক্ষা করে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে বলে দাবি নগর কর্তৃপক্ষের।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply