প্রাথমিক সমাপনী পরীক্ষায় এমসিকিউ থাকবে না: মন্ত্রী

|

আগামীবার থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা- পিইসি’তে এমসিকিউ থাকবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।

মঙ্গলবার সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী জানান, এবার বৃত্তির টাকার পরিমাণ বাড়ানো হয়েছে। এবছর প্রাথমিকে ট্যালেন্টপুলে ৩৩ হাজার ও সাধারণ কোটায় ৪৯ হাজার ৫শ’ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে বলেও জানান মন্ত্রী।

এদিকে বেশ কয়েকজন অভিভাবক তাদের মতামত জানিয়ে বলেন, অন্তত এক বছর আগে এমন ঘোষণা দেয়া উচিত ছিল। হঠাৎ করে এমন সিদ্ধান্ত নেয়ায় শিশু শিক্ষার্থীদের ওপর বিরূপ প্রভাব পড়বে।

গত ১৮ ফেব্রুয়ারি চলতি বছরের জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি থেকে (নেপ) চলতি বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার এমসিকিউসহ প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজের রূপরেখা সারা দেশের স্কুলগুলোতে পাঠানো হয়। দেড় মাসের মধ্যে আবার নতুন সিদ্ধান্ত নেয়া হল।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply