উন্নয়ন টেকসইয়ের জন্য দেশে এখন সুশাসনের অভাব: ওয়াহিদউদ্দিন মাহমুদ

|

অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ।

বিশেষ কোনো দেশের মডেল নয়, নিজ দেশের সামাজিক-সাংস্কৃতিক কাঠামোর ওপর গড়ে উঠে উয়ন্ননের ভিত। বাংলাদেশের অর্থনীতির উন্নয়ন হয়েছে নিজস্ব বাজার ব্যবস্থাসহ বিশেষ সামাজিক উদ্যোগে। এমন মত অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদের। তিনি বলেন, উন্নয়ন টেকসই করতে এখনও সুশাসনের ঘাটতি বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ।

অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ শিল্পের এই ক্যানভাস আলোকিত করার মতোই বাংলাদেশের বাস্তবতায় অর্থনীতির বিষয়গুলোকে তুলে ধরেছেন নিজস্ব আঙ্গিকে। উন্নয়নশীল দেশের বাস্তবায়তায় অর্থনৈতিক পুনঃচিন্তা বিষয়ক ‘মার্কেটস, মোরালস অ্যান্ড ডেভলোপমেন্ট” বই প্রকাশিত হয়েছে ওয়াহিদউদ্দিন মাহমুদের। সেখানে তিনি বলছেন, বাংলাদেশের উন্নয়ন আন্তজার্তিক বিচারের পাল্লায় বোঝা যাবে না। নতুন শিক্ষার্থীদের গড়ে তুলে অর্থনীতির জটিল বিষয়গুলোর সাথে নিজভূমের বাজার ব্যবস্থা পাঠ্যপুস্তকে তুলে ধরা জরুরি বলেও জানান অর্থনীতিবিদ।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply