ঢামেকে ছাত্রলীগ-কর্মচারীদের মধ্যে সংঘর্ষ

|

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চতুর্থ শ্রেণির কর্মচারীদের সঙ্গে ছাত্রলীগের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি থাকা রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোমবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা ১৫ পর্যন্ত এ ঘটনা ঘটে।

জানা গেছে, কলেজের আউটসোর্সিংয়ের জনবল নিয়োগের দরপত্র জমা দেওয়ার তারিখ ছিল আজ। বিষয়টি নিয়ে সকাল ১০টায় অধ্যক্ষ টিটো মিঞার কার্যালয়ের সামনে অবস্থান ঘোষণা করে চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতি। তবে সকালে কলেজে ঢোকার সময় কর্মচারীরা ছাত্রলীগের বাধার মুখে পড়েন।

পরে, সাড়ে ১১টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা স্লোগান দিতে দিতে হাসপাতালের কর্মচারীদের ধাওয়া দিয়ে হাসপাতালে প্রবেশ করেন। ১০৮ ও ১০৯ নম্বর মহিলা ওয়ার্ডে ঢুকে মারধর করা হয় এক কর্মচারীকে। একপর্যায়ে ওয়ার্ডের ফটক বন্ধ করে দেন কর্মচারীরা। ফলে অবরুদ্ধ হয়ে পড়েন ছাত্রলীগের নেতা-কর্মীরা। রোগীদের মধ্যে দেখা দেয় আতঙ্ক। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply