ফিল্যান্ডারের মতে ভারতের বিরুদ্ধে ফেভারিট দক্ষিণ আফ্রিকা

|

ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ জিতবে বলে মনে করেন সাবেক প্রোটিয়া পেসার ভারনন ফিল্যান্ডার। দ্বিতীয় টেস্ট জিতে দলের মধ্যে আত্মবিশ্বাস বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

কেপটাউন টেস্টে দুই দলের মধ্যে খুব একটা প্রতিদ্বন্দ্বিতা হবে না, এমনটাই ধারণা ফিল্যান্ডারের। দ্বিতীয় টেস্ট হেরে ভারতের মনোবল অনেকটাই দুর্বল হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। আর এই জয় দক্ষিণ আফ্রিকা দলকে এনে দিয়েছে বাড়তি গতি। ফিল্যান্ডার বলেন, প্রোটিয়াদের ইতিবাচক ব্যাটিংয়েই ঘাবড়ে গেছে ভারত। আর সেই পারফরমেন্স বেশ কিছুদিনের মধ্যে আমার দেখা প্রোটিয়াদের সেরা ব্যাটিং।

ভারনন ফিল্যান্ডার আরও বলেন, প্রোটিয়া ব্যাটাররা কিছুটা দ্রুত রান তোলার দিকেই মনোযোগ দিয়েছিল। আর এতেই ভারতীয় ক্রিকেটারদের শরীরী ভাষাও যায় পাল্টে। ফিল্যান্ডারের মতে, এই ঘটনাতেই নিজেদের পরিকল্পনা ধাক্কা খায় ভারতের।

ভারত-দক্ষিণ আফ্রিকার সিরিজে এখন ১-১’য়ে সমতা বিরাজ করছে। আগামী মঙ্গলবার (১১ জানুয়ারি) সিরিজের তৃতীয় ও শেষে টেস্টে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা ও ভারত।

আরও পড়ুন: বিদায়ী টেস্টে রস টেলরকে ‘গার্ড অব অনার’ দিলো বাংলাদেশ (ভিডিও)


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply