রেকর্ড গড়ে ম্যাচ জেতালেন ম্যাশ

|

লিস্ট ‘এ’ ক্রিকেটে রেকর্ড গড়ে আবাহনীকে ম্যাচ জেতালেন মাশরাফী বিন মোর্ত্তজা। এক মৌসুমে আবু হায়দার রনির ৩৫ উইকেটের রেকর্ড টপকে ঢাকা লিগে সর্বোচ্চ ৩৮ উইকেটের মালিক এখন নড়াইল এক্সপ্রেস। ব্যক্তিগত রেকর্ড নিয়ে খুব একটা আপ্লুত নন ম্যাশ, তবে ফ্ল্যাট উইকেটে সেরা ৭ বোলারের ৬ জনই পেসার হওয়ায় বৈশ্বিক আসরে তাদের নিয়ে আশাবাদ ঝড়েছে ম্যাশের কণ্ঠে।

রেকর্ড-পরিসংখ্যানের মতো অনেক কিছুই মাশরাফীকে স্পর্শ না করলেও এখান থেকেই অনুপ্রেরণা খুঁজছেন ক্যাপ্টেন ফ্যান্টাসটিক। বললেন, এবারের লিগে আমি অনেক কিছুই নতুন করে করতে চেষ্টা করেছি। সেগুলো কাজে লেগেছে। এই আত্মবিশ্বাস সামনে কাজে দেবে।

১৫ ম্যাচে ১৪ গড়ে ৩৮ উইকেট নিয়ে মাশরাফী শুধু শীর্ষ বোলারই নন, অন্যদের চেয়ে অনেকখানিই এগিয়ে। পেছনে ফেলেছেন আরাফাত সানি, ইলিয়াস সানি, আবু হায়য়দার রনিদের। এছাড়া আন্তর্জাতিক ও ঘরোয়া ৫০ ওভারের ম্যাচে রশিদ খানকে পেছনে ফেলে ৪৪ উইকেটের মালিক ম্যাশ।

তরুণদের জন্য ৩৪ বছর বয়সী মাশরাফির প্রিমিয়ার লিগের পারফরম্যান্স বড় অনুপ্রেরণা। অবশ্য এবারের লিগে সেরা ৭ বোলারের ৬ জনই পেসার। ব্যাটিং সহায়ক ফ্ল্যাট উইকেটে পেসারদের এমন পারফরম্যান্স বৈশ্বিক টুর্নামেন্ট কাজে দেবে দাবি মাশরাফির। বললেন, ফ্ল্যাট উইকেটে আমাদের অনেক সমস্যা আছে। সেগুলো কাটিয়ে ওঠার লক্ষণ দেখা যাচ্ছে। এটা আমাদের জন্য আশাব্যঞ্জক।

ডিপিএলে হ্যাটট্রিকসহ দারুণ মৌসুমের পর এবার এনসিএলে দেখা যাবে মাশরাফিকে। তবে প্রথম রাউন্ড থেকে মাঠে নামার সম্ভাবনা কম।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply