বিএনপির শীর্ষ ৮ নেতার বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক

|

ব্যাংক হিসেবে ১২৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে বিএনপির শীর্ষ ৮ নেতাসহ ৯ জনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

দুদকের তথ্য অনুযায়ী, যাদের ব্যাংক হিসেবে সন্দেহজনক লেনদেন পাওয়া গেছে তারা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান ও তার ছেলে ফয়সাল মোর্শেদ খান, ব্যবাসায়ী আব্দুল আউয়াল মিন্টু ও তার ছেলে মেয়র প্রার্থী তাবিথ আউয়াল এবং মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন নবী সোহেল।

দুদক সুত্র জানায়,গত এক মাসে বিএনপির এই নেতাদের ব্যাংক হিসেবে সন্দেহজনকভাবে ১২৫ কোটি টাকার লেনদেন হয়েছে। এসব তথ্য আসলে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়।

যমুনা অনলাইন: এএস/টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply