তালেবান নেতাকে ‘বাছুর’ বলায় অধ্যাপক গ্রেফতার

|

অধ্যাপক ফয়জুল্লাহ জালাল। ছবি: সংগৃহীত

কাবুল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে গ্রেফতার করেছে তালেবান। এই শিক্ষক তালেবানের কট্টর সমালোচক এবং স্পষ্টবাদী হিসেবে পরিচিত। খবর: আল জাজিরা

গ্রেফতারকৃত ফয়জুল্লাহ জালাল কাবুল বিশ্ববিদ্যালয়ের আইন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক। তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পরও গণমাধ্যমে তিনি তালেবানের শাসন নিয়ে সমালোচনা করে বক্তব্য দিতেন।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ফয়জুল্লাহ জালাল সম্প্রতি তালেবানের অন্যতম মুখপাত্র নাইমকে ‘বাছুর’ বলে অভিহিত করেন। এছাড়া তিনি তালেবান জোরপূর্বক আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে উল্লেখ করে বলেন, তালেবান দেশের মানুষকে ‘গাধা’ মনে করে।

কাবুল বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষকের স্ত্রী মাসৌদা ২০০৪ সালে আফগানিস্তানে প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থী হয়েছিলেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে জানান, তার স্বামীকে তালেবানের গোয়েন্দা বাহিনী তুলে অজ্ঞাত স্থানে রেখেছে।

আরও পড়ুন- ইয়েমেনের হুথি যোদ্ধাদের হাজার হাজার অস্ত্র পাচার করেছে ইরান!

এনবি/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply