তুষার ঝড়ের মধ্যেও ঠাঁই পাহারায় সেনা জওয়ান, ভিডিও ভাইরাল

|

ছবি: সংগৃহীত।

মরুভূমির ভয়ঙ্কর উত্তাপে কিংবা পাহাড়ি এলাকায় প্রবল তুষারপাতে সেনাবাহিনীর অতন্দ্র প্রহরার কথা প্রায়ই শোনা যায়। বিশেষ করে তুষার ধস কবলিত পাহাড়ি এলাকায়। কাশ্মির, হিমাচলের মতো জায়গায় প্রতি বছরই শোনা যায় তুষার ধসে সেনা আটকে থাকার কথা। পাশাপাশি, প্রবল তুষার ঝড়েও কীভাবে একজন সেনা জওয়ান অস্ত্রহাতে সীমান্ত পাহারা দেন তারই এক ভিডিও ভাইরাল হইয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ভারতীয় গণমাধ্যম জিনিউজের প্রতিবেদনে বলা হয়, উত্তরভারতের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে প্রবল তুষারপাত। কিন্তু তা বলে সেনা জওয়ানের ডিউটিতে কোনো বদল হয়নি। উধমপুর সেনা ছাউনির তরফে এমনই এক ভিডিও প্রকাশ করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

আরও পড়ুন: ‘মাই নেম ইজ কোভিড অ্যান্ড আই অ্যাম নট এ ভাইরাস’

উত্তর কাশ্মিরের কুপওয়ারার এক ফরোওয়ার্ড পোস্টের ওই ভিডিও পোস্ট করেছে সেনা। সেখানে দেখা যাচ্ছে, হাটু সমানে তুষারের মধ্যে অস্ত্র হাতে দাঁড়িয়ে রয়েছেন এক জওয়ান। ১৭,০০০ ফুট উচ্চতার ওই জায়গায় শোনা যাচ্ছে তুষার ঝড়ের প্রবল গর্জন। সেই ঝড় এসে ধাক্কা মারছে জওয়ানের দেহে। তবুও একচুলও সেই জায়গা থেকে নড়ছেন না সেই জওয়ান।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply