পাকিস্তান লিগে খেলতে পারবেন না দক্ষিণ আফ্রিকার চুক্তিবদ্ধ ক্রিকেটাররা

|

বামে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি রমিজ রাজা ও ডানে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড পরিচালক গ্রায়েম স্মিথ। ছবি: সংগৃহীত।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) জন্য কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের এনওসি (অনাপত্তিপত্র) না দেবার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।

সাবেক প্রোটিয়া অধিনায়ক আর বর্তমানে বোর্ড পরিচালকের দায়িত্বে থাকা গ্রায়েম স্মিথ বলছেন, আন্তর্জাতিক সিরিজ ও ঘরোয়া প্রতিযোগিতাকে অগ্রাধিকার দিতেই এই সিদ্ধান্ত। তাছাড়া মাথায় রাখা হয়েছে ভবিষ্যৎ আন্তর্জাতিক ক্রিকেট সূচি। ফেব্রুয়ারি-মার্চে নিউজিল্যান্ড সফরে যাবে দক্ষিণ আফ্রিকা। এরপর মার্চেই দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলবে প্রোটিয়ারা।

তবে কেন্দ্রীয় চুক্তিতে না থাকায় ইমরান তাহির, মার্চেন্ট ডি ল্যাঙ্গে ও রাইলি রুশোদের পিএসএল খেলতে কোন বাধা নেই। আগামী ২৭ জানুয়ারি শুরু হওয়ার কথা রয়েছে পিএসএলের এবারের আসরের। আসরটিতে মোট ছয়টি দল ইসলামাবাদ ইউনাইটেড, লাহোর কালান্দার্স, মুলতান সুলতানস, করাচি কিংস, ইসলামাবাদ ইউনাইটেড, কোয়েটা গ্লাডিয়েটরস ও পেশোয়ার জালমি অংশগ্রহণ করবে।

আরও পড়ুন: শেষ বিকেলের রোমাঞ্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে হার এড়ালো ইংল্যান্ড

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply