সিনেমার ‘চার্ম’ কমে গেছে: অমিতাভ

|

ডিজিটাল খাতের প্রসারের ফলে সিনেমার আবেদন কমে গেছে বলে অভিমত ব্যক্ত করেছেন বলিউড সুপার স্টার অমিতাভ বচ্চন।

বিগ বি তার ব্লগে লিখেন, “সিনেমা শব্দটি হঠাৎই আবেদন হারিয়ে ফেলেছে। এখন আর ‘ফিল্মে ফিল্ম’ শুট করা হয় না। সবই এখন ডিজিটাল।”

৭৫ বছর বয়সী এই সিনে আইকন বলেন, “এক সময় ফিল্ম ইন্ডাস্ট্রি নামে ডাকা, আর তারকাদের বলা হত ফিল্ম স্টার। এখন সবকিছুই ডিজিটাল হয়ে গেছে।”

তিনি আরও বলেন, “ওই মাধ্যম (সেলুলয়েড ফিল্ম), এবং সেটি থেকে তৈরি পণ্য হারিয়ে যাওয়ায় এখন ‘রোবটিক জিনস’ বা সমার্থক ধ্বনি ……. ‘ডিজি অ্যাক্ট’ (ডিজিটাল অ্যাক্টর) কিংবা ‘ডিজি ডিজি’ এ ধরনের কিছু একটা নামে আমাদের ডাকা হোক।”

পুরনো দিনের স্মৃদিচারণ করে তিনি বলেন, “শুটিং সেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও দামী জিনিস ছিল ফিল্ম (সেলুলয়েড ফিতা), এবং এর সবচেয়ে কম ব্যবহার করতে পারাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কোনো একটি অংশ আরও ভালো অভিনয়ের জন্য পুণরায় চিত্রায়িত করতে চাইলে বেশিরভাগ ক্ষেত্রেই পরিচালকরা তা নাকচ করে দিতেন।”

যমুনা অনলাইন: এফএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply