ক্যারিয়ার দীর্ঘ করতেই বিশ্রাম দরকার: সাকিব

|

আন্তর্জাতিক ক্যারিয়ার দীর্ঘ করতেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে বিশ্রাম দরকার ছিল বলে মন্তব্য করেছেন সাকিব আল-হাসান। তাঁর মতে, আরও ৬ থেকে ৭ বছর আর্ন্তজাতিক ক্রিকেট খেলার জন্য এই বিরতি দরকার ছিল।

বনানীতে নিজ বাসায় সংবাদ সম্মেলনে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে নিজেকে গুটিয়ে নেয়ার ব্যাখ্যা দেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার। দলে তার না থাকাটা দক্ষিণ আফ্রিকা সিরিজে খুব বেশি প্রভাব ফেলবে না বলে জানান সাকিব।

সাকিব বলেন, আমি মনে করি দলে যারা আছেন তারাই আমাদের সেরা ক্রিকেট উপহার দিতে পারবে।

বিশ্রামের সময় পরিবার, স্বজন ও বন্ধুদের সঙ্গে কাটাবেন বলে জানিয়েছেন সাকিব। ওয়ানডে এবং টি-২০’র বদলে কেনো টেস্ট ক্রিকেটে বিশ্রাম নিচ্ছেন সেই প্রশ্নের জবাবে সাকিব বলেন, সিরিজটি দুই টেস্ট দিয়ে শুরু হওয়ায়, প্রায় টানা এক মাসের ছুটি পাচ্ছেন তিনি। টেস্টের বদলে পরের দিকে ওয়ানডে এবং টি-২০’তে ছুটি নিলে, বিশ্রাম মিলতো সর্বোচ্চ ৭ দিন।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply