দ্বিতীয় ইনিংসেও খাজার সেঞ্চুরি, বিপদে ইংল্যান্ড

|

ছবি: সংগৃহীত।

সিডনি টেস্টে ইংল্যান্ডকে ৩৮৮ রানের টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়া। জবাবে চতুর্থ দিন শেষে ইংলিশদের সংগ্রহ বিনা উইকেটে ৩০ রান। ২২ রান নিয়ে জ্যাক ক্রলি ও ৮ রানে ব্যাট করছেন হাসিব হামিদ।

চতুর্থ দিনে ৬ উইকেটের বিনিময়ে ২৬৫ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে অজিরা। যদিও একপর্যায়ে ৮৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপদেই পড়েছিলো অস্ট্রেলিয়া। তবে পঞ্চম উইকেট জুটিতে ক্যামেরন গ্রিনকে নিয়ে ১৭৯ রানের জুটি গড়েন পাঁচে নামা ওসমান খাজা। দলীয় ২৬৫ রানের মাথায় ইংলিশ স্পিনার জ্যাক লিচের পরপর দুই বলে আউট হন গ্রিন ও অ্যালেক্স ক্যারি। এরপরই ইনিংস ডিক্লেয়ার করেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। তবে ১৩৮ বলে ১০‌১ রানের হার না মানা ইনিংস খেলেন খাজা। ক্যামেরন খেলেন ৭৪ রানের এক অনবদ্য ইনিংস।

ইংলিশদের হয়ে একাই চার উইকেট শিকার করেন স্পিনার জ্যাক লিচ। বাকি ২ উইকেট শিকার করেন পেসার মার্ক উড।

আরও পড়ুন: নেই জয়, দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

এর আগে ১৫৮ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। আগের দিনেই সেঞ্চুরি তুলে নেয়া জনি বেয়ারেস্টোও বেশিক্ষণ টিকতে পারেননি উইকেটে। ব্যক্তিগত ১১৩ রানে ফিরলে ২৯৪ রানে থামে ইংলিশদের প্রথম ইনিংস। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৮ উইকেটে ৪১৬ রান করে ইনিংস ডিক্লেয়ার করে। সেই ইনিংসে খাজা খেলেছেন ১৩৭ রানের এক ধ্রুপদী ইনিংস।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply