‘চার-পাঁচজন সিনিয়র ছাড়া ভালো ক্রিকেটার নেই; মিথ্যা প্রমাণিত হয়েছে নিউজিল্যান্ডে’

|

বাংলাদেশের জাতীয় দলে চার-পাঁচজন সিনিয়র ছাড়া কোনো ভালো ক্রিকেটার নেই; এমন ভাবনা মিথ্যা প্রমাণিত হয়েছে নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুই টেস্টে। এমন মন্তব্য করছেন দলটির অলরাউন্ডার সাকিব আল হাসান।

শুক্রবার (৭ জানুয়ারি) একটি মোবাইল কোম্পানির প্রচারণায় উপস্থিত হয়ে এমনটাই জানান সাকিব।

সাকিব বলেন, একটা টেস্ট ম্যাচ জয় দিয়ে আসলে সবকিছু পরিবর্তন হয়ে যায়না। কিন্তু একটা টেস্ট ম্যাচ জয় অনেক পরিবর্তনের সম্ভাবনা তৈরি করে। বছরের শুরুটা যেভাবে হয়েছে সেটা অবিশ্বাস্য। আমি অত্যন্ত আনন্দিত। টিমের প্রতিটা খেলোয়াড়, কোচিং স্টাফ সবাইকেই ক্রেডিট দিতে হবে। গতবছর আমাদের ততটা ভালো যায়নি। এ বছরটা তাই আমাদের জন্য চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জের শুরুটা ভালোই হলো।

সাকিব আরও বলেন, এই জয় যে অতীতের খারাপ পারফরমেন্স বা আলোচনা-সমালোচনা সব শেষ করে দিয়েছে তা কিন্তু নয়। ভবিষ্যতে চোখ রাখতে হবে। দলের তরুণ খেলোয়াড়দের নিয়ে বলেন, বিসিবি তাদের উপর বিশ্বাস রাখলে এই টেস্ট চ্যাম্পিয়নশিপেই ভালো করতে পারবো আমরা।

সাকিব দেশে ফিরেছেন বিসিএল ও বিপিএল খেলার জন্য। সারা বছর প্রচুর ম্যাচ রয়েছে। এই টুর্নামেন্টগুলোকে তারই প্রস্তুতি হিসেবে দেখছেন সাকিব আল হাসান।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply