মাস্ক ছাড়াই বাজারে আসায় আটক করে করোনা পরীক্ষা

|

ছবি: সংগৃহীত

মাস্ক না পরলেই করোনা টেস্ট। পজেটিভ রিপোর্ট এলেই সোজা করোনা হাসপাতালে। ভারতের জলপাইগুড়িতে এমনই অভিযান পরিচালনা করছেন জলপাইগুড়ি সদরের সমীর পাল নামের এক শাসক এবং পুলিশ। খবর জি নিউজের।

মঙ্গলবার (৪ জানুয়ারি) থেকে জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ এবং সদর মহকুমা শাসক, জলপাইগুড়ি শহরের থানা মোড়, মার্চেন্ট রোড এবং বাজার এলাকায় মাস্ক অভিযানে নামেন। এতে যারা মাস্ক না পরে বাজার করতে এসেছেন যারা তারা বিপাকে পড়ে যান। মাস্কবিহীন সকলকেই পুলিশ আটক করে এবং করোনা টেস্ট করিয়েছে।

আরও পড়ুন: দুই গৃহবধূকে বিয়ে করে তবেই সংসার করবেন সেই দুই রাজমিস্ত্রি

যারা মাস্ক না পরে বাজারে এসেছেন তাদের পুলিশ ধরে নিয়ে গিয়ে বাজারেই থাকা একটি কোভিড টেস্ট ক্যাম্পে র‍্যাপিড এন্টিজেন টেস্ট করিয়েছে। প্রশাসনের এমন ভূমিকায় খুশি ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply