এবার মার্কিন পণ্যের ওপর চীনের শুল্ক আরোপ

|

যুক্তরাষ্ট্রের পদক্ষেপের পাল্টা ব্যবস্থা হিসেবে ১২৮ মার্কিন পণ্যের ওপর বিভিন্ন হারে শুল্ক আরোপ করলো চীন। সোমবার, দেশটির বাণিজ্য মন্ত্রণালয় প্রকাশ করে এই বিবৃতি।

যাতে বলা হয়, চীনের ইষ্পাত ও অ্যালুমনিয়াম পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ঘোষণায়, নেয়া হয়েছে এই পদক্ষেপ। দেশটির দাবি, বিশ্ব বাণিজ্য সংস্থা- WTO’র নীতিমালা লঙ্ঘন করেছে ট্রাম্প প্রশাসন। এরই ধারাবাহিকতায়, হিমায়িত শুকরের মাংস, ওয়াইনসহ আট ধরণের পণ্যের ওপর বসবে ২৫ শতাংশ হারে শুল্ক।

অন্যদিকে, এতোদিন ছাড় দিয়ে আসা ১২০ পণ্যের ওপর ১৫ শতাংশ হারে আমদানি শুল্ক বসিয়েছে, বেইজিং। আজ থেকেই কার্যকর হবে এ সিদ্ধান্ত। বাণিজ্যিক মেধাসত্ত্ব চুরির অভিযোগে গেলো মাসে চীনের আমদানিকৃত পণ্যের ওপর ৬ হাজার কোটি ডলারের শুল্ক আরোপের ঘোষনা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে, মার্কিন পণ্যের ওপর আসে ৩ হাজার কোটি ডলারের শুল্ক আরোপের হুমকি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply