ম্যাচসেরা হয়ে যা বললেন এবাদত

|

এবাদত হোসেন। ছবি: সংগৃহীত

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন টাইগার পেসার এবাদত হোসেন। কিউইদের দ্বিতীয় ইনিংসেই তার শিকার ৬ উইকেট। নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক এ জয়ের পর তিনি স্মরণ করেছেন তার অতীত জীবনকেও।

এবাদত বলেন, ‘প্রথমে ধন্যবাদ জানাতে চাই আল্লাহকে। দ্বিতীয়ত নিউজিল্যান্ডের মাটিতে আমাদের দল ২১ বছর ধরে কোনো ম্যাচ জেতেনি। এবার একটা লক্ষ্য ঠিক করে এসেছিলাম। নিজেদের হাত তুলেছি, আর বলেছি তারা টেস্ট চ্যাম্পিয়ন। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য তাদের হারানোর উদাহরণ রেখে যেতে হবে।’

নিজের বোলিংয়ে উন্নতি নিয়ে এবাদত বলেন, ‘গত দুই বছরে ওটিস গিবসনের সাথে আমি কাজ করেছি। ঘরের মাঠে কন্ডিশন সবসময় ফ্ল্যাট থাকে। আমরা এখনও বাইরে কীভাবে বল ও রিভার্স করতে হয় সেটা শিখছি। আমার সাফল্যের জন্য কিছুটা ধৈর্য ধরতে হয়েছে।’

এবাদত আরও জানান, ‘আমি বাংলাদেশ বিমান বাহিনীর একজন সৈনিক তাই স্যালুট করতে জানি। ভলিবল থেকে ক্রিকেটে আসা দীর্ঘ একটি গল্প। আমি ক্রিকেট উপভোগ করছি, বাংলাদেশ এবং বাংলাদেশ বিমান বাহিনীর প্রতিনিধিত্ব করছি।’

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply