হাতিরঝিলের ভবন ভাঙতে আরও এক বছর পেলো বিজিএমইএ

|

পরিমার্জন করে দেয়া মুচলেকা গ্রহণ করে হাতিরঝিলের ভবন ভাঙতে বিজিএমইএ-কে আরো এক বছরের সময় দিয়েছেন আপিল বিভাগ। আদালত আদেশে বলেন, নির্ধারিত সময়ের পরও বিজিএমইএ না ভাঙলে, রাজউক ভবনটি গুঁড়িয়ে দেবে।

সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ৪ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। জলাধার আইন লঙ্ঘন করে হাতিরঝিলে গড়ে তোলা বহুতল ভবন ভাঙতে ২০১১ সালে নির্দেশ দেয়া হয়েছিল।

‘বহুতল ভবন ভাঙতে আর সময় চাওয়া হবে না’ মর্মে মুচলেকা দেয়ার পর তাদের ১ বছরের সময় দেয়া হয়। বিরুদ্ধে বিজিএমইএ সুপ্রিম কোর্টে আপিল করলেও তা খারিজ হয়ে যায়। পরে ভবন ভাঙতে তিন দফা সময় নেয় বিজিএমইএ।

সময়সীমা শেষ পর্যায়ে থাকায় পুনরায় একবছর সময় চায় বিজিএমইএ। এরই প্রেক্ষিতে মুচলেকার শর্তে ভবন ভাঙতে ১২ এপ্রিল ২০১৯ সাল পর্যন্ত সময় দেন আপিল বিভাগ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply