গাজীপুরে জঙ্গল থেকে নারী শ্রমিকের মরদেহ উদ্ধার

|

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুর উপজেলার দক্ষিণ ভাংনাহাটি এলাকার একটি জঙ্গল থেকে রাশিদা খাতুন (৪২) নামের এক গার্মেন্টস্ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত রাশিদা খাতুন (৪২) শ্রীপুর পৌরসভার মাধখলা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী।

সোমবার (৩ জনুয়ারি) মরদেহটি উদ্ধার করা হয়। এ নিয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন জানায়, রাশিদা খাতুন শ্রীপুরে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। হঠাৎ করে রোববার বিকেল থেকে রাশিদার খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাতভর পরিবারের লোকজন তার খোঁজ নিলেও তার সন্ধান না পেয়ে পুলিশকে জানায়।

আরও পড়ুন: পর্দার খেলাপ হবে, তাই ৫০ বছর ধরে ভোট দেন না রূপসার নারীরা

পরে সোমবার সকালে শ্রীপুর পৌরসভার দক্ষিণ ভাংনাহাটির এলাকার একটি জঙ্গলে পাতা দিয়ে ঢাকা রাশিদার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply