বাজার থেকে লাখ লাখ বৈদ্যুতিক গাড়ি তুলে নিলো টেসলা

|

ছবি: সংগৃহীত।

ক্যামেরা ও ট্রাংক সমস্যার কারণে পৌনে ৫ লাখ ইলেক্ট্রিক গাড়ি তুলে নিলো টেসলা। এর ফলে শেয়ার বাজারেও দরপতন দেখলো কোম্পানিটি।

মার্কিন সড়ক নিরাপত্তা নিয়ন্ত্রণক সংস্থা বলছে, মডেল থ্রি ও মডেল এস গাড়িগুলো দুর্ঘটনায় পড়ার ঝুঁকি বেড়েছে। বলা হয়, রিয়ারভিউ ক্যামেরায় সমস্যার কারণে মডেল থ্রি এর ৩ লাখ ৫৬ হাজর ৩০৯টি হাগি সরিয়ে নেয়া হয়েছে। বাকিগুলো মডেল এস’র।

তবে টেসলা কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো দুর্ঘটনা বা ক্ষয়ক্ষতির খবর পায়নি বলে জানিয়েছে। গাড়ি তুলে নেয়ার ঘোষণার পর শেয়ার বাজারে টেসলার দরপতন হয়েছে ১ দশমিক এক শতাংশ।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply