এটা হতাশাজনক, মুমিনুলের বলে আউট হয়ে ডেভন কনওয়ে

|

আউট হয়ে প্যাভিলিয়নের পথে ডেভন কনওয়ে।

মাউন্ট মঙ্গানুই টেস্টের ১ম দিনেই ক্যারিয়ারের ২য় টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন কিউই ব্যাটসম্যান ডেভন কনওয়ে। তবে সেঞ্চুরি পেলেও খুব বেশি দীর্ঘ করতে পারেননি ইনিংসটি। ১২২ রানে পার্টটাইমার স্পিনার মুমিনুলের বলে আউট হন ডেভন। আর ধারাভাষ্যকারের প্রশ্নের জবাবে অনুভূতি না লুকিয়ে সরাসরিই বললেন এভাবে আউট হয়ে নিজেও কিছুটা হতাশ মি. কনওয়ে।

শক্তিশালী প্রতিপক্ষ নিউজিল্যান্ডের বিপক্ষে ১ম টেস্টে দুর্দান্ত সূচনা করেছেন বাংলাদেশের পেসাররা। পেসার শরিফুল ইসলামের বলে মাত্র ১ রানে কিউই অধিনায়ক টম ল্যাথাম প্যাভিলিয়নে ফিরলে কিউই ব্যাটারদের সমীহ লাভ করেন টাইগার বোলাররা।

ঠিক এমন পরিস্থিতিতেই কিউইদের পথ প্রদর্শক হয়ে সামনে আসেন ডেভন কনওয়ে। ব্যাট হাতে ঘরের মাঠে টাইগারদের বেশ খানিকটা শাসিয়ে তুলে নেন তার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। এরপর স্বাচ্ছন্দে বাড়াতে থাকেন দলীয় সংগ্রহ। কিন্তু, হঠাতই ১২২ রান করা ডেভনকে সাজঘরের পথ দেখিয়ে দেন পার্ট টাইমার স্পিনার মুমিনুল। লেগ স্ট্যাম্পের উদ্দেশে ছোঁড়া মুমিনুলের সাদাসিধে নিরীহ গোছের ডেলিভারিটি বের হয়েই গিয়েছিল, কিন্তু ওই বলটি খেলতে গিয়েই লিটন দাসের হাতে ধরা পড়েন কনওয়ে।

মুমিনুল হকের এমন সাধারণ বলে কনওয়ের আউট হওয়াতে বিস্মিত অনেকেই, এমনকি খোদ ডেভন নিজেও। আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার পথে কনওয়ের দেহভঙ্গিতে সে বিস্ময় ছিল স্পষ্ট।

দিনের খেলা শেষে ধারাভাষ্যকার গ্রান্ট অ্যালিয়টে প্রশ্নের জবাবে কনওয়ে বলেন, এটা নিঃসন্দেহে হতাশাজনক। এমন একটা ইনিংস খেলার পর একজন অনিয়মিত বোলারের বলে আউট হওয়া খুবই দুঃখজনক। তবে এখান থেকেও শেখার আছে।

উল্লেখ্য, আউট হওয়ার আগ পর্যন্ত ২২৭ বল খেলে ১২২ রান করে স্বাগতিকদের বড় সংগ্রহের পথে এগিয়ে দেন কনওয়ে। মাউন্ট মঙ্গানুই টেস্টে ৫ উইকেটে ২৫৮ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছে নিউজিল্যান্ড।  

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply