উত্তর কোরিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা

|

আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হলো উত্তর কোরিয়ার ওপর। সোমবারই দেশটির প্রতি নতুন নিষেধাজ্ঞার প্রস্তাব পাস হয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে।

নতুন নিষেধাজ্ঞায় বন্ধ হলো পিয়ংইয়ংয়ের বস্ত্র, কয়লা, সীসা ও সামুদ্রিক খাবার রপ্তানি। নিষেধাজ্ঞা প্রস্তাবের পক্ষে চীন ও রাশিয়া ভোট দেয়ায় নিরাপত্তা পরিষদে ১৫-০ ভোটে পাস হয় এটি। অবশ্য যুক্তরাষ্ট্রের মূল প্রস্তাবে বড় ধরনের সংস্কারের পরই নিষেধাজ্ঞার ব্যাপারে সম্মত হয় দুই মিত্র দেশ চীন ও রাশিয়া।

তাদের আপত্তির মুখে খসড়া প্রস্তাব থেকে বাদ দেয়া হয় তেল রপ্তানির ওপর পূর্ণ নিষেধাজ্ঞা এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সম্পত্তি জব্দের পরিকল্পনা। তবে নতুন নিষেধাজ্ঞার ব্যাপারে আগেই হুঁশিয়ারি দিয়েছে পিংইয়ং। বলা হয়েছে চরম পরিণতির মুখে পড়তে হবে যুক্তরাষ্ট্রকে।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply