নিরস্ত্র ফিলিস্তিনিদের হত্যায় নেতানিয়াহুর প্রশংসা

|

গাজা উপত্যকায় নিরস্ত্র ফিলিস্তিনিদের হত্যার ঘটনায়, ইসরায়েলি সেনাবাহিনীকে প্রশংসায় ভাসালেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, দেশের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা রুখে দিয়েছে সেনারা। তাদের তৎপরতার কারণেই, শান্তিপূর্ণভাবে নিজেদের মুক্তি দিবস পালন করতে পেরেছে ইসরায়েলিরা।

এদিকে, গাজায় দ্বিতীয় দিনের সহিংসতায় আহতের সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে। ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর নির্বিচার গুলির ঘটনায় নিন্দা জানিয়েছে তুরস্ক, কাতার, জর্ডানসহ বেশ কিছু দেশ এবং মানবাধিকার সংগঠন।

নিরস্ত্র মানুষের ওপর ইসরায়েলি বাহিনীর শক্তি প্রয়োগের ঘটনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নিন্দা জানিয়ে বিবৃতি দেয়ার উদ্যোগ নিলেও যুক্তরাষ্ট্রের বাধায় ভেস্তে যায় সে পরিকল্পনা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply