বাইডেনকে হত্যার পরিকল্পনাকারী যুবক অস্ত্রসহ আটক

|

জো বাইডেন। ছবি: সংগৃহীত

প্রেসিডেন্ট জো বাইডেনসহ মার্কিন প্রশাসনের একাধিক শীর্ষ কর্মকর্তাকে হত্যার পরিকল্পনাকারী এক যুবককে অস্ত্র, গোলাবারুদসহ আটক করেছে পুলিশ।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে অত্যাধুনিক ‘এআর-১৫’ অস্ত্র, গোলাবারুদসহ বিপদজনকভাবে গাড়ি চালিয়ে হোয়াইট হাউজের দিকে যাওয়ার পথে কুয়াচুয়া ব্রিলিয়ন জিওয়ং (২৫) নামে ওই যুবককে আটক করা হয় । বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) এ বিষয়ক একটি প্রতিবেদন প্রকাশ করেছে রুশ সংবাদমাধ্যম আরটি।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এনবিসি নিউজের খবরে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত যুবক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে হত্যার উদ্দেশে হোয়াইট হাউজের দিকে যাচ্ছিল বলে স্বীকার করেছে।

পুলিশ জানিয়েছে, গত ২১ ডিসেম্বর আইওয়ার কাস কাউন্টি থেকে ওই যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়।

যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস এজেন্টের জাস্টিন লাসন বলেছেন, আটক জিওং মার্কিন প্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তাকে হত্যার পরিকল্পনা করেছিল। তাকে আটকের সময় মোবাইলের গুগল ম্যাপেও হোয়াইট হাউজের রুট পাওয়া গেছে।

ক্যালিফোর্নিয়ার বাসিন্দা এই যুবককে সম্প্রতি চাকুরিচ্যুত করে তার গ্রোসারি স্টোরের কর্তৃপক্ষ। ওই যুবক বলেছে, বন্দিদশা থেকে মুক্তি পেলে আবারও হোয়াইট হাউজ কর্মকর্তাদের হত্যার জন্য যা যা করার তাই করবে।
আরও পড়ুন- লাদেন হত্যায় অভিযান চালানো ‘সিল টিম সিক্স’ এর প্রতিষ্ঠাতা মার্সিঙ্কোর মৃত্যু

এনবি/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply