রোগীদের অহেতুক প্যাথলজিতে পাঠাবেন না: রাষ্ট্রপতি

|

অল্প কিছু মানুষের অসততার কারণে চিকিৎসা পেশার সুনাম নষ্ট হচ্ছে। এ ব্যাপারে চিকিৎসকদের সজাগ থাকার তাগিদ দিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বলেন, পরীক্ষা-নিরীক্ষার নামে রোগীদের অহেতুক প্যাথলজিতে পাঠানো বন্ধ করতে হবে।

শনিবার বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে বিশেষজ্ঞ ডাক্তারদের এই অরাজনৈতিক সংগঠন অ্যাসোসিয়েশন অব ফিজিশিয়ান্সের বার্ষিক সম্মেলনে একথা বলেন তিনি। রাষ্ট্রপতি বলেন, রোগীরা যেন আচরণে কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখতে হবে চিকিৎসকদের।

বর্তমান সরকার দেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নে বদ্ধ পরিকর উল্লেখ করে এ খাতে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন রাষ্ট্রপতি। স্বাস্থ্যখাতে অসামান্য অবদান রাখায় বরেণ্য দুই বিশেষজ্ঞ ডাক্তারের হাতে স্বর্ণপদক তুলে দেন তিনি।

বিশেষজ্ঞ চিকিৎসকদের আন্তর্জাতিক এই সম্মেলনে যোগ দেন প্রতিবেশী ভারতসহ দেশের খ্যাতনামা চিকিৎসকরা। ডাক্তার-রোগীর সম্পর্ক উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও গবেষণা কীভাবে আরও উন্নত করা যায় সেটিই এই সম্মেলনের লক্ষ্য। সম্মেলনের মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন। রোববার শেষ হবে তিনদিনের এই আন্তর্জাতিক সম্মেলন।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply