ইনিংস ও ১৪ রানে হারলো ইংল্যান্ড

|

ছবি: সংগৃহীত

সিরিজের তৃতীয় টেস্টে ইনিংস ও ১৪ রানে হেরেছে ইংল্যান্ড। অজি পেসার বোলান্ডের তোপে নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ৬৮ রানে গুটিয়ে গেছে ইংলিশরা। আর তাতেই লজ্জার এক রেকর্ড সঙ্গী হলো তাদের। এক বছরে সর্বোচ্চ ৯ টেস্ট হারের লজ্জা জো রুটের দলের।

মেলবোর্নে আগের দিনের ৪ উইকেটে ৩১ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। তবে বেশি সময় থিতু হতে পারেননি বেন স্টোকস। মাত্র ১১ রান করে স্টার্কের শিকারে পরিণত হন তিনি। এরপর মাত্র ১ রানের ব্যবধানে সাজঘরে ফেরেন বেয়ারস্টো ও জো রুট। সর্বোচ্চ ২৮ রান আসে জো রুটের ব্যাট থেকে।

এরপর তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ে ইংলিশদের প্রতিরোধ। মাত্র ৮ রানের মধ্যে শেষ ৫ উইকেট হারায় দলটি। ৪ ওভার বল করে ৭ রান দিয়ে ৬ উইকেট শিকার করে অভিষেক রাঙালেন স্কট বোলান্ড।

এর আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ইংল্যান্ড করেছিল ১৮৫ রান। জবাবে অস্ট্রেলিয়া করেছিল ২৬৭ রান। ইংলিশ অধিনায়ক রুট প্রথম ইনিংসে ৫০ ও দ্বিতীয় ইনিংসে ২৮ রানে আউট হয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ১৮৫/১০ (৬৫.১ ওভার)
রুট ৫০, বেয়ারস্টো ৩৫, স্টোকস ২৫;
লায়ন ৩/৩৬, কামিন্স ৩/৫৪।

অস্ট্রেলিয়া ২৬৭/১০ (৮৭.৫ ওভার)
হ্যারিস ৭৬, ওয়ার্নার ৩৮, স্মিথ ১৬, লাবুশেন ১;
অ্যান্ডারসন ৪/৩৩, রবিনসন ২/৬৪, উড ২/৭১।

ইংল্যান্ড ৬৮/১০ (২৭.৪ ওভার)
রুট ২৮, স্টোকস ১১;
বোলান্ড ৬/৭, স্টার্ক ৩/২৯।
ইংল্যান্ড ইনিংস ও ১৪ রানে হেরেছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply