ভারতে লেডিস হোস্টেলে চিতাবাঘের আক্রমণ, আহত ১৫

|

ছবি: সংগৃহীত।

ভারতের লাখনৌয়ে একটি লেডিস হোস্টেলে ঢুকে আক্রমণ চালিয়েছে একটি চিতাবাঘ। রোববার (২৬ ডিসেম্বর) শহরের ইন্টিগ্রাল বিশ্ববিদ্যালয়ের লেডিস হোস্টেলে এ ঘটনা ঘটে। এতে ওই হোস্টেলের ১৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর চিতাবাঘটিকে ধরতে বন বিভাগের কর্মীরা অভিযান চালালেও সোমবার (২৭ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুর পর্যন্তও নাগালের বাইরে ছিল এটি।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার তথ্য বলছে, গত দু’দিন ধরেই এই রাজ্যের রাস্তায় ঘুুরে বেড়াচ্ছে বাঘটি। এর আগে বিভিন্ন সিসি ক্যামেরায় ধরা পড়ে বাঘটি। লোকালয়ে বিভিন্ন স্থানে হামলাও করে এটি। তবে এখনো বাঘটিকে ধরতে পারেনি সংশ্লিষ্টরা। এ নিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে দেশেটির বনবিভাগের কর্মীরা।

এদিকে, বাঘের কারণে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে সংশ্লিষ্ট এলাকায়। বড়দিনে উৎসব ভুলে সবাই এখন বাড়ির দরজা-জানালা বন্ধ করে বসে আছেন। আতঙ্ক এতটাই ছড়িয়েছে যে বাঘ তাড়াতে কেউ বাড়ির ভিতরেই সজোরে গান বাজিয়েছেন। কেউ আবার গলা ছেড়ে পড়েছেন হনুমান চালিসা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply