চীনের শিয়ান শহরে লকডাউন ঘোষণায় বিপাকে বাসিন্দারা

|

ছবি: সংগৃহীত

চীনে শিয়ান শহরে নতুন করে হঠাৎই লকডাউন ঘোষণায় বিপাকে পড়েছেন সেখানকার বাসিন্দারা। গত বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ঘোষণা করা লকডাউনে আটকা পড়েছে বহু মানুষ।

কবে এই লকডাইন শেষ হবে সেই সম্পর্কে কোনো তথ্যই জানায়নি প্রশাসন। তাই নানামুখি শঙ্কায় পড়েছেন অনেকে।
দেশটিতে শীতকালীন অলিম্পিকের মাত্র সপ্তাহখানেক আগে ঘোষণা করা এ লকডাউনকে বড় ধাক্কা হিসেবে দেখছেন বাসিন্দারা। মূলত সংক্রমণ শূন্যের কোঠায় নামিয়ে আনতেই এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। চলছে গণহারে করোনা পরীক্ষা। এর সাথে বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক পরিধান। তবে প্রদেশটিতে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়েছে কিনা, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানায়নি প্রশাসন।

আরও পড়ুন: মহানবীকে (সা.) অসম্মান করা মানেই ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন: পুতিন

গেল বৃহস্পতিবার থেকে গোটা শহরে লকডাউনের ঘোষণা দেয়া হয়। জরুরি প্রয়োজনে এক পরিবার থেকে প্রতি দুই দিনে একজন বাইরে বের হবার নির্দেশ দেয়া হয়েছে। শহর ত্যাগের উপর জারি হয়েছে নিষেধাজ্ঞা।

আরও পড়ুন: টানা ৬৫ দিন লাইফ সাপোর্টে থেকে বেঁচে ফিরলেন বিস্ময় বালক!


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply