সংলাপের নামে তামাশা করছে সরকার: চরমোনাই পীর

|

নির্বাচন কমিশন গঠনে আইন না করে সরকার বার বার সংলাপের নামে মানুষের সাথে তামাশা করছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুহাম্মদ রেজাউল করিম।

শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে গুলিস্তানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩০তম সম্মেলনে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। এসময় তিনি বলেন, সংলাপে কোনো রাজনৈতিক দলের প্রস্তাবের তোয়াক্কা করা হয় না। বর্তমান সরকার নিজেদের আজ্ঞাবহ পকেট কমিশন গঠন করে পুনরায় ক্ষমতায় যাওয়ার বন্দোবস্ত করছে।

গতবার যে কমিশন গঠন হয়েছিল তার জন্য বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি কলঙ্কিত হয়েছে বলেও মন্তব্য করেন রেজাউল করিম।

সম্মেলন থেকে ২০২২ সালের জন্য ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি হিসেবে নুরুল করিম আকরাম ও শেখ আল আমিনকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply