চীনে আবার লকডাউন

|

করোনার প্রকোপ বাড়তে থাকায় গোটা একটি শহরে লকডাউন ঘোষণা করলো চীন। বুধবার দেশটির শিয়ান শহরে জারি হয় এ কড়াকড়ি।

১ কোটি ৩০ লাখ মানুষের বসবাস শহরটিতে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সংক্রমণ রোধে আগামী কয়েকদিন সবাইকে ঘরে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

গত বছর হুবেই প্রদেশে লকডাউনের পর এই প্রথম আরেকটি শহরে পুরোপুরি লকডাউন দিলো শি জিন পিং সরকার। জানানো হয়, জরুরি প্রয়োজনে এক পরিবার থেকে প্রতি দুই দিনে একজন করে বের হতে পারবেন বাসা থেকে। তবে যাওয়া যাবে না শহরের বাইরে।

মঙ্গলবার শিয়ান শহরে ৬৩ জনের শরীরে ধরা পড়ে কোভিড নাইনটিন। এক সপ্তাহে সংক্রমিত শনাক্ত হয় ২১১ জন। চীনে শীতকালীন অলিম্পিকের আগে এই লকডাউনকে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

এদিকে ডব্লিউএইচও বলছে, বুস্টার ডোজের লক্ষ্য পূরণে ধনী দেশগুলোর অতিরিক্ত ভ্যাকসিন সংগ্রহের প্রবণতা প্রকট করছে টিকা বৈষম্য, দীর্ঘস্থায়ী করছে মহামারি। প্রতিবেদনটি পড়ুন এখানে

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply