শীতকালে ঠোঁটে হালকা রঙে ফ্যাকাসে লাগছে; জেনে নিন সমাধান

|

শীতের ধূসর দিনে অনেককেই ঠোঁটে হালকা রঙে আরও বেশি ম্লান দেখায়। হয়তো গোটা সাজই ফ্যাকাসে দেখাতে পারে। কিন্তু কিছু নিয়ম মেনে চললে হালকা রঙ-ও উজ্জ্বল করে তুলবে চেহারা।

• যদি নিয়মিত লিপস্টিক লাগানোর অভ্যাস থাকে, তা হলে ভালো করে ঠোঁট পরিস্কার করতে হবে। নতুন লিপস্টিক লাগানোর আগে ঠোঁটের এক্সফোলিয়েশনও সমানভাবে জরুরি। তাই ঘরে তৈরি কোনও স্ক্রাব ব্যবহার করে ঠোঁটের মৃত কোষ ঝরিয়ে ফেলুন।

• হালকা রঙের লিপস্টিক লাগানোর আগে ঠোঁটে লিপ বাম লাগিয়ে নিতে পারেন। এতে ঠোঁট হবে উজ্জ্বল এবং চকচকে দেখাবে।

• লিক্যুইড হোক বা স্টিক, যে কোনো হালকা রঙ লাগানোর আগে ঠোঁটের নীচে ও উপরে ভালো করে লিপলাইনার লাগিয়ে নিন। লিপস্টিক লাগানোর সময়ে মাথায় রাখবেন লিপ লাইনারের বাইরে না বেরিয়ে যায়।

• হালকা রঙের লিপস্টিকের ক্ষেত্রে অনেক সময় একসঙ্গে বেশি দিয়ে ফেলার আশঙ্কা থাকে। এ রকম হলে দুই ঠোঁটের মাঝখানে একটি টিস্যু রেখে দুই ঠোঁট দিয়ে চেপে ধরলে অতিরিক্ত লিপস্টিক উঠে আসবে। আর আপনাকে দেখাবে ঝলমলে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply