যে লজ্জার রেকর্ডে বাংলাদেশের পরই ইংল্যান্ড

|

ছবি: সংগৃহীত।

এক বছরে সর্বোচ্চ টেস্ট হারের লজ্জার রেকর্ডের তালিকার দ্বিতীয় অবস্থানে পৌঁছে গেল ইংল্যান্ড। যে রেকর্ডে সবার ওপরে রয়েছে বাংলাদেশ।

অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে গোলাপি বল টেস্টে হারের পর এ বছরে এখন পর্যন্ত ৮ টি টেস্ট হারলো ইংলিশরা। এক বছরে সবচেয়ে বেশি ৯টি টেস্ট হেরে এ তালিকার প্রথম স্থানে রয়েছে বাংলাদেশ। এ বছরের ২৬ ডিসেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে বক্সিং ডে টেস্ট খেলবে ইংল্যান্ড। সে ম্যাচে হারলেই বাংলাদেশের সঙ্গে এক বছরে সর্বোচ্চ টেস্ট হারের লজ্জার রেকর্ডে ভাগ বসাবে জো রুটের দল।

আরও পড়ুন: অ্যাশেজের বাকি ৩ ম্যাচের জন্য দল ঘোষণা অস্ট্রেলিয়ার

এছাড়াও, আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের তলানিতেই রয়েছে ইংল্যান্ড। শুধুমাত্র বাংলাদেশ থেকে মাত্র ১ ধাপ উপরে পয়েন্ট টেবিলের ৭ নম্বরে অবস্থান করছেন তারা।

চলতি অ্যাশেজে ব্রিসবেন ও অ্যাডিলেডে অনুষ্ঠিত প্রথম দুইটি টেস্টে এরইমধ্যে প্রথম দুইটি ম্যাচ হেরেছে ইংল্যান্ড। সিরিজের বাকি ৩টি টেস্ট অনুষ্ঠিত হবে মেলবোর্ন, সিডনি ও পার্থ ক্রিকেট গ্রাউন্ডে।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply