বিসিবির গুরুত্বপূর্ণ পদ থেকে সরে দাঁড়াচ্ছেন আকরাম!

|

ছবি: সংগৃহীত।

বাংলাদেশের ক্রিকেটের টালমাটাল অবস্থার মাঝে এলো নতুন এক খবর। ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন সাবেক অধিনায়ক আকরাম খান। আজ সোমবার (২০ ডিসেম্বর) বিকেলে আকরামের স্ত্রী সাবিনা আকরাম ফেসবুক পোস্ট দিয়ে এই খবরটি জানিয়েছেন। সাবিনা তার পোস্টে লিখেছেন, ‘ক্রিকেট অপারেশন্স ছেড়ে দিচ্ছে আকরাম খান।’

সাবিনা আকরামের এই পোস্ট ঝড়ের বেগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সাথে সাথেই নিজের ফোন বন্ধ করে দেন আকরাম খান। যে কারণে ফোন করে তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আকরাম খানের স্ত্রীর স্ট্যাটাস।

১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়ী অধিনায়ক আকরাম খান ২০১৪ সালে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হয়েছিলেন। এরপর থেকেই তিনি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। আগামী সপ্তাহে বিসিবির প্রথম বোর্ড সভায় ক্রিকেট অপারেশন্সের নতুন চেয়ারম্যানের নাম ঘোষিত হতে পারে।

আরও পড়ুন: চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেন তামিম ইকবাল


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply