যুক্তরাজ্যের ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী হলেন লিজ ট্রাস

|

ব্রেক্সিট বিষয়ক মন্ত্রণালয়ও এখন সামলাবেন ব্রিটেনের পরররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের ব্রেক্সিট বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। একইসাথে দুই মন্ত্রণালয় সামালাবেন তিনি। সংবাদ দ্য গার্ডিয়ানের।

ডাউনিং স্ট্রিট জানায়, বাড়তি দায়িত্ব হিসেবে ব্রেক্সিট সম্পর্কিত ইস্যুগুলো নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সাথে চলমান আলোচনার নেতৃত্ব দেবেন ট্রাস। এ ছাড়া নর্দার্ন আয়ারল্যান্ডের সঙ্গে আলোচনায় প্রধান আলোচক হিসেবে যুক্ত হবেন তিনি।

আরও পড়ুন: আফগানিস্তানে মানবিক বিপর্যয়: কূটনৈতিক তৎপরতায় ভারত ও পাকিস্তান

এর আগে, দেশটির ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী ডেভিড ফ্রস্ট পদত্যাগ করেন। ব্রিটেনে করোনা সংক্রান্ত বিধিনিষেধ আরোপ নিয়ে প্রধানমন্ত্রী বরিস জনসনের সাথে বিরোধের জেরে পদত্যাগ করেন ফ্রস্ট। এর পাশাপাশি কর বৃদ্ধি ও পরিবেশগত নীতির ব্যয় নিয়ে প্রশাসনের সাথে বড় ধরনের বিরোধ সৃষ্টি হয় ফ্রস্টের।

আরও পড়ুন: এক দশকের ‘ভুলবশত’ মার্কিন হামলায় নিহত ১৩শর বেশি বেসামরিক


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply