চলছে ম্যানসিটি ও চেলসির ম্যাচ, রাতে লিভারপুল-টটেনহাম

|

ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে রাত আটটায় নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। একই সময় উলভারহ্যাম্পটনের আতিথ্য নেবে চেলসি। আর রাত সাড়ে ১০টায় টটেনহ্যামের বিপক্ষে মাঠে নামবে লিভারপুল। অন্যদিকে, লা লিগায় রাত দু’টায় কাদিজের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ।

ইংলিশ প্রিমিয়ার লিগের তিন টেবিল টপারের ম্যাচ আজ। তাই থাকছে পয়েন্ট টেবিলে রদবদলের সম্ভাবনা। ৪১ পয়েন্ট নিয়ে সবার উপরে থাকা ম্যানচেস্টার সিটি নিজেদের জায়গা ধরে রাখতে জয়ের ধারা অব্যাহত রাখতে চায়। পা হড়কালেই হারাতে হতে পারে টেবিলের শীর্ষস্থান। সেই জায়গায় পরিসংখ্যান কথা বলছে সিটিজেনদের পক্ষে। সবশেষ ৫ দেখায় নিউক্যাসলের বিপক্ষে হারেনই পেপ গার্দিওলার দল। বার্নাদো সিলভাকে এই ম্যাচে পাওয়ার সম্ভাবনা কম। ফিরতে পারেন রাহিম স্টার্লিং।

আরও পড়ুন: কোপার ট্রফি নিয়ে নেইমারের ইটের জবাবে আর্জেন্টাইনদের পাটকেল

পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা লিভারপুলের সুযোগ থাকছে শীর্ষে ওঠার। মাত্র ১ পয়েন্টের ব্যবধানে সিটিজেনদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে অল রেডরা। লিভারপুলের প্রতিপক্ষ টটেনহাম ২৫ পয়েন্ট নিয়ে আছে টেবিলের সাতে।

৩৭ পয়েন্ট নিয়ে তিনে থাকা চেলসি অবশ্য জয় পেলেও একই জায়গায় থাকতে হবে। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটি থেকে ৪ আর লিভারপুল থেকে ৩ পয়েন্ট পিছিয়ে আছে ব্লুজরা। তাদের প্রতিপক্ষ উলভস।

এদিকে লা লিগায় টেবিলের শীর্ষ দল মাঠে নামবে তলানির দল কাদিজের বিপক্ষে। টানা ১১তম জয়ের লক্ষ্যে মাঠে নামবে কার্লো আনচেলত্তির দল। করোনায় আক্রান্ত হওয়ার কারণে রদ্রিগো, মার্সেলো, অ্যাসেনসিও, বেলদের পাচ্ছে না রিয়াল। ফিরতে পারেন লুকা মদ্রিচ।

আরও পড়ুন: গ্যাব্রিয়েলের জোড়া গোলে আর্সেনালের জয়


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply