আরিয়ানকাণ্ডে নতুন সিদ্ধান্ত মুম্বাই হাইকোর্টের, স্বস্তি শাহরুখ পুত্রের

|

ছবি: সংগৃহীত।

মাদক মামলায় বর্তমানে জামিনে আছেন শাহরুখ পুত্র আরিয়ান খান। তবে দেশের বাইরে যেতে পারবেন না তিনি। এমনকি প্রতি শুক্রবার মুম্বাই এনসিবির দফতরে হাজিরা দেয়ার শর্তে জামিন দেয়া হয় তাকে। তবে বুধবার (১৫ ডিসেম্বর) এ নিয়ে নতুন ঘোষণা এসেছে মুম্বাই হাইকোর্টের তরফ থেকে। খবর এনডিটিভির।

এর আগে হাইকোর্টে জামিনের কয়েকটি শর্ত শিথিল করতে আবেদন করেছিলেন আরিয়ান। এর মধ্যে ছিল সাপ্তাহিক হাজিরা দেয়ার বিষয়টিও। আরিয়ানের যুক্তি ছিল, প্রতি সপ্তাহে সাংবাদিকদের সামনে কড়া পাহারায় তাকে এনসিবিতে প্রবেশ করতে হয়। এটি এখন একটি বিড়ম্বনায় পরিণত হয়েছে। সেই সাথে আরিয়ানের আইনজীবীর দাবি ছিল, যেহেতু এই মামলা এখন মুম্বাই থেকে দিল্লি এনসিবি কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে, তাই সাপ্তাহিক হাজিরার বিষয়টি বিবেচনায় আনা হোক।

সব বিবেচনায় বুধবার এ নিয়ে আদালত সিদ্ধান্ত ঘোষণা করেছেন। আরিয়ানকে সাপ্তাহিক হাজিরা থেকে অব্যহতি দেয়া হয়েছে। অর্থাৎ এই সপ্তাহের শুক্রবার থেকেই আর এনসিবির দফতরে গিয়ে হাজিরা দিতে হবে না শাহরুখ পুত্রকে। তবে আবেদনকৃত অন্যান্য শর্তগুলোর বিষয়ে কী সিদ্ধান্ত এসেছে তা এখনও জানা যায়নি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply