টিকা না নিলে বেতন বন্ধ, থাকবে না চাকরিও!

|

গুগল ও অ্যালফাবেট সংস্থার সিইও সুন্দর পিচাই। ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের টিকা না নিলে অথবা টিকাবিধি না মেনে চললে বেতন কেটে নেয়া হবে গুগল কর্মীদের। এমনকি কর্মীদের চাকরিচ্যুতও করা হতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর সিএনবিসির।

সম্প্রতি কর্মীদের এমনই সতর্কবার্তা দিয়েছে গুগল। প্রতিষ্ঠানটির একটি অভ্যন্তরীণ নথির বরাত দিয়ে সিএনবিসি প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, গুগলের অভ্যন্তরে একটি মেমো প্রচার করা হয়েছে। ওই মেমোয় বলা হয়েছে, কর্মীদের গত ৩ ডিসেম্বরের মধ্যে তাদের টিকাগ্রহণ সংক্রান্ত তথ্য প্রদান করতে হবে। যারা এ সময়ের মধ্যে নথি দেখাতে পারেননি তাদের বিরুদ্ধে পদক্ষেপ করবে সংস্থাটি।

প্রতিবেদনে আরও বলা হয়, আগামী ১৮ জানুয়ারির মধ্যে যেসব কর্মী করোনার টিকার নিয়ম অনুসরণ করবেন না তাদের ৩০ দিনের জন্য ছুটিতে পাঠানো হবে। এরপর ৬ মাসের জন্য বেতনহীন ছুটিতে পাঠানো হবে। এমনকি চাকরিও হারাতে পারেন তারা।

এই বিষয়টি প্রকাশ্যে আসার পর গুগলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply