ভেনেজুয়েলায় কারাগারে দাঙ্গা ৭০ বন্দি নিহত

|

ভেনেজুয়েলার একটি কারাগারে দাঙ্গা ও ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেছে অন্তত ৭০ বন্দির। বৃহস্পতিবার, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় এ তথ্য।

কারা কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়, ভ্যালেন্সিয়া শহরের কারাবোবো কারাগারে বন্দিদের মধ্যে প্রথমে দাঙ্গা বাঁধে। এতে গুলিবিদ্ধ হন এক পুলিশ কর্মকর্তা, বর্তমানে তিনি চিকিৎসাধীন।

এক পর্যায়ে, কারাগার থেকে বেরিয়ে আসতে বন্দিরা জাজিম ও তোশকে আগুন ধরিয়ে দিলে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বেশিরভাগ মানুষ বন্দি অবস্থায় দমবন্ধ হয়ে মৃত্যুবরণ করে। কারাগারের ভেতরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গেলেও বাইরে ভিড় করেন বন্দিদের আত্মীয়-স্বজনরা। তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোঁড়ে নিরাপত্তা বাহিনী।

কারা কর্মকর্তা জেসুস স্যাট্যানডার বলেন, অগ্নিকাণ্ডের পর এক পুলিশ কর্মকর্তা গুলিতে নিহত হয়েছেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। গোটা বিষয়টি তদন্ত করা হবে বলে জানিয়েছেন রাজ্যের প্রধান কৌসুলি তারেক সাব।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply