নীলফামারীতে নির্বাচনী সহিংসতায় বিজিবি সদস্য নিহতের মামলায় প্রধান আসামি গ্রেফতার

|

মো. মারুফ হোসেন অন্তিক। ফাইল ছবি।

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ইউপি নির্বাচনে নির্বাচনী সহিংসতায় বিজিবি সদস্য নিহতের ঘটনায় প্রধান আসামি মো. মারুফ হোসেন অন্তিককে গ্রেফতার করা হয়েছে।

আজ সোমবার (১৩ ডিসেম্বর) ঢাকার আশুলিয়া থেকে তাকে গ্রেফতার করেছে র‍্যাব।

গত ২৮ নভেম্বর রাত সাড়ে নয়টার দিকে কিশোরগঞ্জ উপজেলার গাঢ়াগ্রাম ইউনিয়নের ৫নং কেন্দ্র পশ্চিম দলিরাম মাঝাপাড়া সরকারী প্রাথমিক কেন্দ্রে ভোট গণনা শেষে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জোনাব আলীকে বিজয়ী ঘোষণা করা হয়। এ সময় লাঙ্গল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মারুফ হোসেন অন্তিকের সমর্থকরা ফলাফল প্রত্যাখ্যান করে নির্বাচন সংশ্লিষ্টদের আটক করে।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জিলাপি বিতরণ, চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে লাঙ্গল প্রতীকের সমর্থকদের কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিজিবির নায়েক রুবেল হোসেন নিহত ও কয়েকজন আহত হন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply