ত্বকের উজ্জ্বলতা হারাচ্ছে? জেনে নিন টোটকা

|

শীত মৌসুম মানেই নানা অনুষ্ঠানের হিড়িক। কিন্তু দীর্ঘদিন ধরে কোভিডের নিয়ম-কানুন মেনে চলছেন, আর রূপচর্চার জন্য বিউটি পার্লারেও যেতে পারছেন না। ফলে রূপের ঘরে টান পড়েছে বেশ। এছাড়া মানসিকসভাবেও অনেকে বিপর্যস্ত। রুপ, মনের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে চর্চা করতে পারেন এসব বিষয়।

১. প্রতিদিন কমপক্ষে তিনবার ভালোমতো ত্বক পরিস্কার করতে হবে। মনে রাখবেন ত্বক যত পরিষ্কার থাকবে, তত অক্সিজেন সরবারহ হয়ে ত্বকের ব্রিদিং সিস্টেম ভালো থাকবে।

২. উপযুক্ত প্যাক, স্ক্রাব, টোনার, বেডটাইম ক্রিম, লোশন, জেল ইত্যাদি প্রয়োজন মতো ব্যবহার করা দরকার।

৩. যাদের ত্বক তৈলাক্ত, তাদের ক্রিমজাতীয় পণ্য ব্যবহার করা উচিত নয়। সপ্তাহে ২ দিন হালকা স্ক্রাব ও ৩ দিন প্যাক ব্যবহার করতে হবে।

৪. শুষ্ক ত্বকের জন্য সপ্তাহে একবার স্ক্রাব এবং সমস্যা অনুযায়ী তিন থেকে শুরু করে প্রতিদিনও ব্যবহার করতে হতে পারে।

৫. পেডিকিওর ও ম্যানিকিওরের জন্য গ্লাভস ও মোজার মতো ময়েশ্চার ব্যাগের দ্বারা ম্যাসাজ ও ময়েশ্চারাইজ করা এবং মুখ পরিস্কার করে ফেশিয়াল ‘ট্যিসু মাস্ক’ সপ্তাহে দুইবার ব্যবহারে কিছুটা উপকার হবে।

৬. মেকআপের আগে মুখে লবন মেশানো গরম পানির কমপ্রেস করলে ফোলা ভাব কমে।

সূত্র: দ্য ওয়াল


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply