স্পিনার হিসেবে টেস্টে শীর্ষ উইকেটশিকারি যারা

|

ছবি: সংগৃহীত।

চলমান অ্যাশেজের ব্রিসবেন টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে কোনো উইকেট না পেলেও দ্বিতীয় ইনিংসে চার উইকেট তুলে নেন অজি স্পিনার নাথান লায়ন। এর ফলে সপ্তম স্পিনার হিসেবে টেস্টে ৪০০ উইকেটের মালিক হলেন লায়ন। লায়নের মোট সংগ্রহ এখন ৪০৩ উইকেট।

স্পিনার হিসেবে সবচেয়ে বেশি উইকেট মুত্তিয়া মুরালিধরনের। টেস্টে ৮০০ উইকেট শিকার করেছেন এই শ্রীলঙ্কান স্পিনার। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন সর্বকালের লেগ স্পিনার হিসেবে খ্যাত শেন ওয়ার্ন। এই অজি স্পিনার টেস্টে মোট উইকেট নিয়েছেন ৭০৮টি।

উইকেট সংগ্রহে ওয়ার্নের পর আছেন আরেক লেগ স্পিনার। ৬১৯ উইকেট নিয়ে তালিকার তিনে জায়গা এখনও আছে ভারতীয় তারকা অনিল কুম্বলের। ৪৩৩ উইকেট নিয়ে তালিকার পরের স্থানে শ্রীলঙ্কান রঙ্গনা হেরাথ। এরপর ৪২৭ উইকেট নিয়ে পাঁচে রবিচন্দ্রন আশ্বিন ও ৪১৭ উইকেট নিয়ে ছয়ে হরভজন সিং।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply