জীবাশ্ম জ্বালানি খাতে অর্থায়ন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের

|

ছবি: সংগৃহীত

কার্বন নিঃসরণ কমিয়ে আনার লক্ষ্যে জীবাশ্ম জ্বালানি খাতে অর্থায়ন বন্ধের ঘোষণা দিলো যুক্তরাষ্ট্র। গত শুক্রবার (১১ ডিসেম্বর) এ ঘোষণা দেয় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ লক্ষ্যে সরকারি সংস্থাগুলোকে দেশের বাইরের জ্বালানি খাতে অর্থায়ন বন্ধের জরুরি নির্দেশ দিয়েছে বাইডেন প্রশাসন। মূলত, দূষণমুক্ত জ্বালানি ব্যবহার, কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামিয়ে আনা ও এ সম্পর্কিত প্রযুক্তি উদ্ভাবনে উৎসাহিত করতেই এ উদ্যোগ নিয়েছে সরকার। তবে ব্যতিক্রমী কিছুক্ষেত্রে অব্যাহত থাকবে বিনিয়োগ।

কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে উদ্যোগ নিয়েছে বাইডেন প্রশাসন। ছবি: সংগৃহীত

সম্প্রতি গ্লাসগোর শীর্ষ জলবায়ু সম্মেলনে, কার্বন নিঃসরণ শূন্যের কোটায় নামিয়ে আনার সম্মিলিত সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্রসহ ২০টি দেশ। এই চুক্তির প্রতি সম্মান রেখেই আসলো এ ঘোষণা। তবে বাইডেন প্রশাসনের এ নীতিতে স্পষ্টতার অভাব রয়েছে বলে সমালোচনা করেছেন পরিবেশবিদরা।

আরও পড়ুন: কপ ২৬ সম্মেলন: সর্ষের মধ্যেই ভূত


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply