এবার ৭ রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে ন্যাটো

|

রুশ কূটনীতিকদের বহিষ্কারের তালিকায় এবার যুক্ত হলো সামরিক জোট ন্যাটো। ৭ রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে সামরিক জোটটি। ন্যাটো সেক্রেটারি জেনারেল জেন্স স্টলটেনবার্গ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন।

বহিষ্কারের পাশাপাশি স্থগিত করা হয়েছে ন্যাটোতে আরও ৩ রুশ কূটনীতিকের অন্তর্ভুক্তি। এর ফলে ন্যাটোর রুশ মিশনে কূটনীতিকের সংখ্যা ৩০ থেকে কমে ২০ এ দাঁড়ালো । ন্যাটো প্রধান বলেন সলসবুরিতে সাবেক রুশ গুপ্তচর সেরগেই স্ক্রিপলকে হত্যাচেষ্টার প্রতিবাদেই নেয়া হলো এমন পদক্ষেপ। তবে বিশ্বশান্তি ও নিরাপত্তা নিশ্চিতে ন্যাটো-রাশিয়া কাউন্সিল সম্পর্ক অটুট থাকবে বলেও জানান তিনি।

এর আগে রাশিয়া ক্রাইমিয়া আক্রমণ করলে একই ধরণের পদক্ষেপ নিয়েছিলো ন্যাটো। এখন পর্যন্ত ২৭ টি দেশ মোট ১৪৪ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে। তালিকায় সবশেষ নাম, মলদোভা, আয়ারল্যান্ড ও বেলজিয়াম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply