সোবার্স, ক্যালিস, বোথামদের পেছনে ফেললেন সাকিব

|

ছবি: সংগৃহীত

দ্রুততম অলরাউন্ডার হিসেবে টেস্টে ৪ হাজার রান ও ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান। আর এই মাইলফলক স্পর্শ করতে গিয়ে টেস্ট অলরাউন্ডারদের এলিট ক্লাবে সাকিব আল হাসান প্রবেশ করলেন স্যার গ্যারি সোবার্স, ইয়ান বোথাম, কপিল দেব, জ্যাক ক্যালিস, ড্যানিয়েল ভেট্টোরিদেরও আগে।

৫৯ তম টেস্ট খেলতে নেমেই ৪০০০ রান ও ২০০ উইকেটের দুর্দান্ত এই রেকর্ড গড়েছেন সাকিব আল হাসান। ১৪৪ বছর বয়সী ক্রিকেটের এই কুলীন ফরম্যাটে সাকিবের চেয়ে কম ম্যাচ খেলে এমন অলরাউন্ড নৈপুণ্যের রেকর্ড নেই কারও।

আরও পড়ুন: মুশফিকের বিদায়ে ঘনীভূত ইনিংস ব্যবধানে হারের শঙ্কা

মিরপুর টেস্টে প্রথম ইনিংসে দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করে এই ল্যান্ডমার্ক থেকে ৩৪ রান দূরে ছিলেন সাকিব। আজ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই এই দারুণ মাইলফলক স্পর্শ করেছেন এই চ্যাম্পিয়ন অলরাউন্ডার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply