ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

|

ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ ট্রায়াঙ্গুলার সিরিজে ভারতের অনূর্ধ্ব-১৯ বি দলকে ১৮১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের যুবারা। বাংলাদেশের দেয়া ২৩৫ রানের টার্গেটে মাত্র ৫৩ রানেই অলআউট হয় ভারতের অনূর্ধ্ব-১৯ দল।

ভারতের ইডেন গার্ডেনে টস হেরে ব্যাট করতে নেমে ব্যর্থ হয় বাংলাদেশের টপ অর্ডার। ২৮ রান তুলে সাজঘরে ফেরেন নওরোজ প্রান্তিক। এরপর আইচ মোল্লা ও আশিকুর জামানের ব্যাটে ২৩৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে বাংলাদেশ। ৯৩ রানের মাথায় রান আউটে হয়ে সেঞ্চুরি হাতছাড়া করেন আইচ মোল্লা। আর হাফ সেঞ্চুরি তুলে নেন আশিকুর জামান।

জবাবে বাংলাদেশ বোলারদের দাপটে টিকতেই পারেনি ভারতের ব্যাটাররা। নাঈমুর রহমান নয়ন নেন ৪টি উইকেট। আশিকুর জামান ও মেহরাব হাসান নেন ২ টি করে উইকেট। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী।

আরও পড়ুন: ফলোঅন এড়াতে গিয়ে অলআউট হওয়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply